ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান’ শীর্ষক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সেখানে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।
মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতা বর্তমানে গুরুতর হুমকির মুখে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করছি। গণমাধ্যম গণতান্ত্রিক প্রক্রিয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রস্তুত।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন,, দেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য দীর্ঘ আন্দোলন হয়েছে। কিন্তু কিছু ব্যক্তি জাতিকে বিভক্ত করে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি পেছন থেকে কলকাঠি নেড়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের পথে বাধা সৃষ্টি করছে।দেশে বর্তমান পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টি জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, বাংলাদেশের প্রথম সারির দু’টি সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে ‘ভারতপন্থী’সহ বেশকিছু অভিযোগ তুলে সেগুলোর প্রধান কার্যালয়ের সামনে গত কয়েক দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে একদল ব্যক্তিকে।
নাহিদা