ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের মারামারিকে ‘হিন্দু বিরোধী’ সংঘর্ষ বলে ভারতের অপপ্রচার

প্রকাশিত: ১২:০৪, ২৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১২:০৭, ২৮ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের মারামারিকে ‘হিন্দু বিরোধী’ সংঘর্ষ বলে ভারতের অপপ্রচার

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে অপপ্রচার।

রাজধানীর যাত্রাবাড়ীতে সম্প্রতি তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনা ঘটে। আর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্য অপপ্রচার চালানো হচ্ছে।

প্রতিবেশী দেশ ভারতের একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও পোস্ট করা হয়েছে। এরমধ্যে আছেন পশ্চিমবঙ্গ বিজেপির এক রাজনীতিবিদও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সংঘর্ষের ওই ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও দাবি করেছেন- এতে ধরা পড়া দৃশ্য হিন্দুদের ওপর হামলার।

এ ঘটনায় রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি গত ২৫ নভেম্বরের। আর এটি কোনো হিন্দু বিরোধী সহিংসতার ভিডিও নয়, বরং ঢাকার তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের। ওইদিন ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে ওই সংঘর্ষের ঘটনার সঙ্গে ধর্মীয় কোনো সম্পৃক্ততা নেই।

অনুসন্ধানে সোশ্যালে প্রচারিত ওই ভিডিওর একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বাংলাদেশের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওর সন্ধান পাওয়া যায়। যেখানে প্রচারিত ভিডিওর সঙ্গে ওই ভিডিওর হুবহু সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, রাজধানীর মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লা কলেজ। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার দিন দুপুর ১২টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী তিন কলেজের ওই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। 

এম হাসান

×