ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ করছেন শেখ হাসিনা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:৫০, ২৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৫৪, ২৭ নভেম্বর ২০২৪

নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ করছেন শেখ হাসিনা

শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তবে, সেখানে তিনি কেমন আছেন, কোথায় আছেন, যা কিনা সবার কাছেই অজানা।

এরই মধ্যে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোনালাপ। তিনি দেশ-বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কখনো অডিও আবার কখনো ভিডিও কলে কথা বলছেন। বিশেষ করে কখনো প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে আবার কখনো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। সবার কাছে একটাই প্রশ্ন! কিভাবে পাওয়া যাচ্ছে শেখ হাসিনার মোবাইল নাম্বার।

অডিওকলে এক নেতাকে বলতে শোনা যায়, আপা! আপা! কষ্ট লাগে আপা। সেনাবাহিনী তো আপনার পালিত। আপনার সাথে তারা এটা করতে পারলো? প্রশ্ন রাখেন তিনি!

তথ্যমতে, এরই মাঝে সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের যে সকল বিশেষ ব্যক্তির সাথে দেখা করেছেন। তাদের সকলের কাছেই রয়েছে শেখ হাসিনার মোবাইল নাম্বার।

তিনি নিজেও ফোন করে তার মোবাইল নাম্বার দিচ্ছেন নেতাকর্মীদের বলে জানা যায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউনূস সহ  সমন্বয়কারী যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তাদের সংবিধান অনুযায়ী বিচার হবে।  

ভারতের অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী কোথায় আছেন, কেমন আছেন, তা স্পষ্ট করছে না ভারত।

ভিডিওতে মোহাম্মদ মাসুম নামে একজন মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আবারও ক্ষমতাতে ফিরে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবারো বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে, ইনশাআল্লাহ।

শহিদ

×