ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

ডিমের অতিরিক্ত দামের কাকে দায়ী করেছেন উপদেষ্টা ফরিদা আখতার!

প্রকাশিত: ২০:৩২, ২৭ নভেম্বর ২০২৪

ডিমের অতিরিক্ত দামের কাকে দায়ী করেছেন উপদেষ্টা ফরিদা আখতার!

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘ডিমের বাজারে সিন্ডিকেট থাকায় এবং কয়েক দফায় হাত বদলের কারণে দাম বৃদ্ধি পায়। উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি হাত-বদলের ধাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।’ তিনি বাজারে ডিমের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে প্রধানভাবে দায়ী করেছেন।

আজ, (২৭ নভেম্বর) বুধবার সচিবালয়ে ১০০ দিনের কার্যক্রম জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

ফরিদা আখতার জানান, প্রথমবার যে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১১ লাখ ডিম দেশে এসেছে। পাশাপাশি খামার থেকে সরাসরি বাজারে আনার চেষ্টা করা হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ডিম আমদানি ফ্লু ছড়ানোসহ নানা কারণে ঝুঁকিপূর্ণ, তাই আমদানি না করে সিন্ডিকেট ভেঙ্গে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, বাজারে হঠাৎ হঠাৎ দাম বাড়ে সিন্ডিকেটের কারণে, তা ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে। রমজানে দুধ, ডিম ও মাংসের সুলভ মূল্যে সরবরাহের পাশাপাশি নিম্নআয়ের মানুষজনের সুবিধার্থে ট্রাকসেলও থাকবে বলে জানান উপদেষ্টা।

রিয়াদ

×