সারজিস আলম
বুধবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাযায় উপস্থিত হন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
এই সময় সারজিস আলম বলেন, বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান। তাদের নিজেদের প্রতি যেমন সহানুভূতি রয়েছে তেমনি অন্যান্য ধর্মের প্রতিও সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে তাহলে সেইসব উগ্রবাদী হিন্দুদের প্রতিহত করতে আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না।
তিনি আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুথানের সময় কারা আমাদের পাশে ছিলো, তাদের কি ভূমিকা ছিলো। শেখ হাসিনা চলে যাওয়ায় কাদের মন খারাপ হয়েছে এটাও আমরা দেখেছি৷ অভ্যুথান পরবর্তী সময়ে যখন দেশ অস্থিতিশীল অবস্থায় পড়েছিলো তখন আমরা দেখেছি আমাদের মাদ্রাসার ভাইয়েরা কিভাবে রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। কিন্তু এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে তাহলে পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে।
এসময় তিনি আরও বলেন, যদি এইবিষয়ে সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে তা হবে এই সরকারের বিচারব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা।
এসময় তিনি ইসকন নিষিদ্ধের ও দাবি করেন।
ইসরাত