ডা. মিলন। ফাইল ফটো
আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ ডা. সামছুল আলম মিলন দিবস। এ উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে আগামীকাল সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ গেট সংলগ্ন শহীদ মিলনের সমাধিতে এবং সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মিলনের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, আগামীকাল ২৭ নভেম্বর সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদ ডা. সামছুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন সামরিক জান্তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে শহীদী মৃত্যুবরণ করেন ডা. মিলন।
ডা. মিলনের শহীদী আত্মদানের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান হয় এবং ৬ ডিসেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামরিক জান্তা স্বৈরচারী এরশাদ সরকারের পতন ঘটে। কিন্তু স্বৈরাচারের পতন হলেও দীর্ঘ ৩৪ বছরেও মিলন হত্যার সুষ্ঠু বিচার হয়নি, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি।
ডা. মিলনের লালিত স্বপ্ন বাস্তবায়ন ও স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এসআর