একুশে বইমেলা। ফাইল ছবি
অমর একুশে বইমেলা ২০২৫-এ স্টলভাড়া ৫০ ভাগ কমানো, প্যাভিলিয়ন বাতিল ও দালাল প্রকাশকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করে উল্লিখিত দাবিসহ ১৬ দফা দাবি পেশ করেন তারা। সংস্কৃতি উপদেষ্টা স্টলভাড়া কমানোর ব্যাপারে বাংলা একাডেমিকে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশের কথা জানান।
প্রকাশক প্রতিনিধি দল জাতীয় গ্রন্থকেন্দ্রের চলমান বিভাগীয় বইমেলা আরো লেখক-পাঠক বান্ধব করার ব্যাপারেও উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিরা পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ফ্যাসিবাদের দোসর লুটপাটকারী প্রকাশকদের তালিকা প্রদান করেন।
প্রতিনিধি দলে ছিলেন সভাপতি সাঈদ বারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, বইমেলা সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক জামাল উদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দীন কলি।
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসানের সই করা এক প্রেস রিরিজে এসব তথ্য জানানো হয়।
তাবিব