ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকা-চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১৭:১৫, ২৬ নভেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকার শাহবাগ ও এর আশপাশের এলাকা এবং চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের শাহবাগ, মৎস্য ভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতে নিরাপত্তা বজায় রাখতে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, সোমবার রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে সনাতনী জাগরণ মঞ্চের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। এরপর তারা শাহবাগে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এই ঘটনায় তার অনুসারীরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন।

নুসরাত

×