ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, নিয়োগ পাবেন ৩৪৮৭ ক্যাডার কর্মকর্তা

প্রকাশিত: ১৩:২০, ২৬ নভেম্বর ২০২৪

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, নিয়োগ পাবেন ৩৪৮৭ ক্যাডার কর্মকর্তা

সংগৃহীত ছবি।

৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি আগামী সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে। এই বিসিএসের অধীনে একসঙ্গে ক্যাডার ও নন-ক্যাডার পদে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, যার মাধ্যমে মোট ৩ হাজার ৭০১টি পদে নিয়োগ দেওয়া হতে পারে। তবে, প্রয়োজনে পদসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদার যাচাই প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। রোববার (২৪ নভেম্বর) পর্যন্ত বাকি কাজটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। তবে, বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে, ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএসের প্রসঙ্গে পিএসসি সচিব আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল এবং এতে ১১ হাজার ৭৩২ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু গত ৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন নতুন কমিশন গঠনের পর, পুরানো ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসে ক্যাডার পদে ১ হাজার ৭১০টি এবং নন-ক্যাডার পদে ১ হাজার ৭৯১টি পদে নিয়োগ দেওয়া হবে।

এটি সরকারি চাকরির প্রস্তুতির জন্য আশাবাদী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, যারা ৪৭তম বিসিএসের জন্য অপেক্ষা করছেন।

নুসরাত

×