ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার

প্রকাশিত: ১০:১৯, ২৬ নভেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার

বিভিন্ন পত্রিকাগুলো।

দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার- আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের মন্তব্য। নয়া নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ চাপ এসেছিল। এমন অবস্থায় নির্বাচনের ট্রেন চলছে, তা ধারণা দিতেই ইসি গঠন করা হয়েছে বলে মত বদিউল আলম মজুমদারের।

তবে কোন দলের চাপে পড়ে সরকার কমিশন গঠন করলো, সে বিষয়ে তিনি কিছু স্পষ্ট করেননি। নতুন কমিশন নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন তিনি।

সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার আগেই নতুন ইসি গঠনের বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে গতকাল এক আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে হতে পারে, সংসদীয় নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, নারী-প্রবাসীসহ ভোট দেওয়া থেকে বঞ্চিত হয় এমন নাগরিকদের জন্য ইলেকট্রনিক ভোটসহ (ই-ভোট) ভোট দেওয়ার সুযোগ তৈরি ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করা সংস্কার কমিশনের অগ্রাধিকার বলে জানান বদিউল আলম মজুমদার।

রিয়াদ

×