ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

মুঠোফোনে বিয়ে,সংসার শুরুর আগেই প্রাণ গেলো সুমাইয়ার

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ নভেম্বর ২০২৪

মুঠোফোনে বিয়ে,সংসার শুরুর আগেই প্রাণ গেলো সুমাইয়ার

প্রতীকী ছবি।

যাত্রাবাড়ীর সায়েদাবাদে ২১ বছরের গৃহবধূ সুমাইয়া আক্তার আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ নভেম্বর) সায়েদাবাদের একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ৮টায় মৃত ঘোষণা করেন।

সুমাইয়া আক্তার টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার তাজউদ্দিনের মেয়ে। তিনি এক ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। বর্তমানে সায়েদাবাদ এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের মা শাহীনুর বেগম জানান, প্রায় এক বছর আগে ইতালি প্রবাসী শরীফ নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছর তাদের মোবাইল ফোনের মাধ্যমে বিয়েটি হয়। মোবাইলে বিয়ের পর থেকেই শরীফ সুমাইয়াকে তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যেতে বলে। সুমাইয়া তাতে আপত্তি জানিয়ে বলেন, "তুমি তো আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করোনি, তাহলে কেন আমি তোমার বাড়ি যাব?" এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। পাশাপাশি, শরীফের মা সুমাইয়ার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছিলেন।

আজ সন্ধ্যায়, ইতালি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হলে সুমাইয়া অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। খবর পেয়ে তার মা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, "মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।"

এ ঘটনায় স্থানীয় থানায় তদন্ত শুরু হয়েছে এবং সুমাইয়ার আত্মহত্যার কারণ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে।

নুসরাত

×