ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রথম আলো অফিসের সামনে ফের আন্দোলনকারীদের অবস্থান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ২৫ নভেম্বর ২০২৪

প্রথম আলো অফিসের সামনে ফের আন্দোলনকারীদের অবস্থান

দৈনিক প্রথম আলো বয়কটের কথা বলে সোমবার আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ছিল পুলিশ ও সেনাব

দৈনিক প্রথম আলো বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের আন্দোলন কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 
সোমবার দুপুর থেকে আন্দোলনকারীরা রাজধানীর কাওরানবাজার এলাকায় অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেয় একদল বিক্ষোভকারী। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানান, সোমবারও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও বিপুলসংখ্যক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা কী দাবি জানিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, তাদের দাবিটা আসলে কী সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার নই। গত রবিবার দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান  নেন একদল বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। পরে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। 
রাজশাহী ও চট্টগ্রামেও বিক্ষোভ ॥ রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। রাজশাহীতে আলেম ওলামা ও তওহিদী জনতা, রাজশাহীর ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়। 
চট্টগ্রামে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বেশকিছু যুবক। রবিবার রাত ৯টার দিকে নগরীর শিশু একাডেমি সংলগ্ন প্রথম আলো কার্যালয়ের সামনে মিছিল করে নানা রকমের স্লোগান দেয় বিক্ষোভকারীরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই স্থান ছেড়ে যায় তারা।

×