ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে পিঁয়াজ, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬ টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আজ দেশের ৪২টি জেলায় অধিদপ্তরের ৫৭টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১০টি প্রতিষ্ঠানকে ৮,৮৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এমএম