ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার জবাবে যা বললেন পিনাকী

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ নভেম্বর ২০২৪

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার জবাবে যা বললেন পিনাকী

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্তার শিকার হন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে গিয়ে এই হামলার শিকার হন তিনি।

 

 

 

সম্প্রতি  সেই জেনাভা এয়ারপোর্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন,পিনাকী ভট্টাচার্য।যার ভিডিও ফুটেজ ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়।

পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বলেন,প্রিয় দেশবাসী এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট। যে এয়ারপোর্টে অন্তবর্তীকালীন সরকারের,আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বাকশালী গুন্ডারা হেনস্তার চেষ্টা করেছিল।

আমরা আজকে ঠিক একই জায়গায় হাজির হয়েছি এই সেই জায়গা ডিপলোম্যাটিক গাড়িগুলা যেখানে এসে পার্কিং করে।এখান থেকে হেটেই আসিফ নজরূল সামনের দরজা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছিল।

আর বাকশালী গুন্ডারা তার পথ অবরোধ করে তাকে হেনস্তা করার চেষ্টা করে ।

আসিফ নজরুলের কথা উল্লেখ করে পিনাকী বলেন, আপনারা সবাই জানেন ব্যাক্তিগতভাবে আমি আসিফ নজরূলকে খুব একটা পছন্দ করি না।কিন্তু আসিফ নজরুলকে হেনস্তা করাটা একজন ব্যাক্তি আসিফ নজরুলকে হেনস্তা করা নয়,এটা বিপ্লবের সরকারকে হেনস্তা করা।

আমরা এটা কোন ভাবেই মেনে নেব না।আমরা এখানে হাজির হয়েছি, যেখানেই বাকশালীরা আমাদের বিপ্লবের সরকারকে হেনস্তা করার চেষ্টা করবে ,আক্রমণ করার চেষ্টা করবে আমরা সেখানে ইউরোপবাসীরা, প্রবাসীরা এসে সেই জায়গাতেই প্রতিবাদ সমাবেশ করব।

আজকের সমাবেশ থেকে বাকশালী ফ্যাসিস্টদের একটি বার্তা  দিতে চাই এটা ইউরোপ এটা মোদীর ভারত না। এটা দিল্লীদাসী প্রভুর জায়গা না।

এই ইউরোপ বিশ্বযুদ্ধ করেছে, যেই ইউরোপে ফ্যাসিস্টদের সাথে লড়াই করেছে সেই ইউরোপে ফ্যাসিস্টদের কোন জায়গা নেই।যেখানেই ফ্যাসিস্ট বাকশালীরা আসবে সেখানেই প্রতিবাদ হবে,আওয়ামী লীগের ইউরোপে কোন জায়গা নেই।ইনকিলাব জিন্দাবাদ

ফুয়াদ

×