বরগুনার নবম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল সাইম নারীদের হয়রানি ও ধর্ষণ রোধে স্মার্ট জুতা নামে অভিনব এক জুতা আবিষ্কার করেছে যা দ্বারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে লোকেশন ট্র্যাকিং, এসএমএস ও লাইভ কলের মাধ্যমে দ্রুত সহায়তা পাওয়া যাবে পুলিশ কিংবা স্বজনদের।
বিস্ময়কর এই জুতায় রয়েছে ২৫০ ভোল্টের বৈদ্যুতিক শক সিস্টেম, যা আক্রমণকারীদের প্রতিহত করতে সহায়ক হবে।
স্মার্ট জুতার বিষয়ে আবদুল্লাহ আল সাইম বলেছে, জুতাটির মধ্যে একটি পুশ বাটন সেট করা থাকবে যেখানে অনিচ্ছাকৃত কোনো চাপ পড়বে না। যখন কেউ বিপদে পড়বে তখন ওই পুশ বাটনে চাপ দিলে প্রথম চাপে অপর প্রান্তে সেট করা নম্বরে এসএমএস এবং পরের চাপে সরাসরি কল চলে যাবে। ফলে ঘটনাস্থলে কী হচ্ছে সবকিছুই শুনতে পারবেন অপরপ্রান্তে থাকা ব্যক্তি। ট্রাকিং সিস্টেম চালু থাকায় গুগল ম্যাপের মাধ্যমে দ্রুত ভুক্তভোগীর কাছে পৌঁছানোও যাবে।
ফুয়াদ