ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

এবার ঢামেক থেকে আটক ২১ দালাল!

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৩৮, ২৫ নভেম্বর ২০২৪

এবার ঢামেক থেকে  আটক ২১ দালাল!

২১ দালালকে আটক করা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানি ঘটনায় যৌথবাহিনী অভিযানে অন্তত ২১ দালালকে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ঢাকা উইংয়ের গোপন তথ্য ও নজরদারীতে এই অভযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নারীসহ অন্তত ২১ জনকে আটক করে। যারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল। 

নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর আজ যৌথ অভিযান চালানো হয়। এতে অন্তত ২১ জনকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর ৯ জনকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। আর ১২ জনকে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে।

শিহাব উদ্দিন

×