ছবি: সংগৃহীত।
স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশী সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশ নিতে পারবেন না বলে নতুন নীতিমালা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালার কথা জানানো হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এই নীতিমালা কার্যকর হবে এবং স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে সকল দপ্তর ও সংস্থায় কর্মরত চিকিৎসকরা এই নীতিমালা মেনে বিদেশী কার্যক্রমে অংশগ্রহণ করবেন, যতক্ষণ না ভবিষ্যতে অন্য কোনো নির্দেশনা দেওয়া হয়।
নতুন নীতিমালায় বলা হয়েছে, চিকিৎসকরা বছরে সর্বোচ্চ দুইবার বিদেশী সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশ নিতে পারবেন। তবে, তারা যে বিষয়ে অভিজ্ঞ এবং যেই কাজে নিয়োজিত, সেই বিষয়ের সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, চিকিৎসকরা যে বিষয়ে পড়াশোনা করছেন বা প্রশিক্ষণ নিচ্ছেন, সেই বিষয়েও আমন্ত্রণ পেলে তারা অংশগ্রহণ করতে পারবেন।
এছাড়া, আমন্ত্রণপত্রটি আমন্ত্রণকারী সংস্থার অফিসিয়াল ডোমেইন থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ইমেইল ([email protected], cc: [email protected]) এ পাঠাতে হবে। আমন্ত্রণকারী সংস্থাটি অবশ্যই লিখিতভাবে নিশ্চিত করবে যে, তারা ভিসা ফি, বিমানভাড়া, আবাসন খরচসহ সকল খরচ বহন করবে।
নতুন নীতিমালায় আরো বলা হয়েছে, অংশগ্রহণকারী চিকিৎসককে প্রোগ্রামের শুরু ও শেষ দিনের ছবি প্রদান করতে হবে প্রমাণ হিসেবে। প্রক্রিয়া শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশসহ আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার আগে দপ্তর প্রধানকে আমন্ত্রণপত্র যাচাই করে এটি সঠিক এবং শর্তাবলী পূরণ হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।
নুসরাত