বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম।বুধবার (২০ নভেম্বর) তাকে এই নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) প্রশংসায় পঞ্চমুখ করলেন পিনাকী ভট্টাচার্য।
ইউটিউবে দেওয়া বক্তব্যে পিনাকী বলেন,ওনি (বাহারুল) একজন এমবিবিএস ডাক্তার,ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করছেন তিনি। এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছিলেন।সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালের প্রধান হিসাবে কাজ করেছেন।
গণঅভ্যুথ্ণান চলাকালে১৮ জুলাই মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা ুদিনের পর দিন দখলে রাখছিল, যে ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কৃষকেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা রেখেছিলেন।
পিনাকী আরো বলেন, বিরামহীনভাবে যারা কাজ করছিল,চিকিৎসা দিয়েছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বাহার ভাই।অভিনন্দন বাহার ভাই।আমাদের শুভ কামনা থাকবে আপনার জন্য।
ভেঙ্গে পড়া পুলিশবাহিনীর উল্লেখ করে পিনাকী বলেন, পুলিশ একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসাবে পাইছে।আমি নিশ্চিত পুলিশ বাহিনীর সাথে জনগণের দুরত্ব কমবে।
ভবিষ্যত প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে।আমেররিকার পুলিশকে মানুষ রাস্তায় পেলে চা,কফি খাওয়াতে চায়,বাংলাদেশের পুলিশ বাহিনীকেও যেন জনগণ এমনভাবে গ্রহণ করে এটা আপনার হাত ধরেই গড়ে উঠুক বাহারুল ভাই।
ফুয়াদ