ছাত্র জনতার প্রবল গণআন্দোলনের মুখে গেল ৫ই আগস্ট ছোটবোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে আত্নরক্ষা করেন শেখ হাসিনা।শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই একের পর এক অডিও কলে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।আর সেই অডিও কলের রেকর্ড একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে।সব অডিও কল শেখ হাসিনারই কিনা তা পুরোপুরি নিশ্চিত করতে পারে নি ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার।
শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার একটি অডিও কল রেকর্ড পোস্ট করা হয়। যেখানে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদকে নিয়ে কথা বলেন।
১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ‘গুলি খাওয়ার পরে আবু সাঈদকে চার-পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।আবু সাঈদ গুলি খাওয়ার পর তার সঙ্গী-সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা।’
শেখ হাসিনা আরো বলেন, ‘হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাঈদকে কিন্তু হাসপাতালে নেয় নাই। নিয়েছিল কিন্তু চার-পাঁচ ঘণ্টা পরে।
চার-পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে, তখন সে মৃত্যুবরণ করে।’
ফুয়াদ