ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

গায়ের জোরে ইলেকশন আমরা চাই না: প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত: ২৩:০৪, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:১২, ২৪ নভেম্বর ২০২৪

গায়ের জোরে ইলেকশন আমরা চাই না: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

"আমরা কোন একতরফা নির্বাচন চাই না। কোন গায়ের জোরে ইলেকশন আমরা চাই না" বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমরা গায়ের জোরের নির্বাচন আর চাই না, গায়ের জোরে করা নির্বাচনের ফলাফল এখন জনগণ ভালোভাবেই বুঝতে পারতেছে’।

তিনি আরও বলেন, আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো যাতে সব দল এখানে খেলতে পারে। প্রত্যেকে যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটাই আমরা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও মানসিকতা আমাদের আছে।

এসময় তিনি আরও বলেন, জাতির প্রত্যাশা পূরনে নির্বাচন কমিশন সর্বদা নিজেদের নিয়োজিত রাখবে।

রিয়াদ

×