ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

প্রথম আলোকে ‘তওবা’ করানোর কর্মসূচিতে বিশৃঙ্খলার চেষ্টা

প্রকাশিত: ২২:৫৮, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:০৪, ২৪ নভেম্বর ২০২৪

প্রথম আলোকে ‘তওবা’ করানোর কর্মসূচিতে বিশৃঙ্খলার চেষ্টা

প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে আজ রোববার দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি। এতে রাজধানীর বৃহত্তম কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটিতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে।বাংলাদেশের গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে’ প্রথম আলো ও ডেইলি স্টারের 'তওবা করানোর জন্য' এ জিয়াফত কর্মসূচির আয়োজন করা হয় ।

সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আজ দুপুর ১২টার কিছু আগে ১৫-২০ জনের একটি দল একটি গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে তারা আবার প্রথম আলো কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এরপর তারা কারওয়ান বাজারের ভেতরের প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে। এরপর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সন্ধ্যা নাগাদ বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেড়ে ৫০-৬০ জনে দাঁড়ায়।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা দফায় দফায় ওই ব্যক্তিদের সরে যাওয়ার অন্য অনুরোধ করেন। এরপরও তারা রাস্তা থেকে সরেনি।

আলো কার্যালয়ের সামনে এখনো অনেক পুলিশ মোতায়েন করা আছে। রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রাজু

×