ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

আওয়ামী লীগের সাবেক দুই এমপি কারামুক্ত 

প্রকাশিত: ২০:৩৮, ২৪ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের সাবেক দুই এমপি কারামুক্ত 

নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকী।

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে তারা কারামুক্ত হন। 

জামিন পাওয়া দুই সংসদ সদস্য হলেন- ঝিনাইদহ-১ আসনের নায়েব আলী জোয়ার্দার ও ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মশিউর রহমান  বলেন,‘শারীরিক অসুস্থতা জনিত নানা কারণে তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মনজুর করেন আদালত। নায়েব আলী জোয়ারদারকে ১ ডিসেম্বর এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে ১৪ ডিসেম্বর পুনরায় আদালতে হাজির হতে হবে।’

জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আর গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরো দুটি মামলা ছিল। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

এম হাসান

×