ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

গণহত্যার শিকার বুয়েট শিক্ষার্থীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

প্রকাশিত: ১৮:১০, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:১১, ২৪ নভেম্বর ২০২৪

গণহত্যার শিকার বুয়েট শিক্ষার্থীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যার শিকার হওয়ার’ অভিযোগে বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের পক্ষে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের  করেছে তাঁর পরিবার।

 

 

শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিহতের মা ইরফাত আরা ও বোন ফারিহা এ অভিযোগ দায়ের করেন।তাদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম।

রেহানের মা দাবি করেন তার ছেলে ধর্মপ্রাণ ছিলেন,অ্যাডভেঞ্চার পছন্দ করতেন।মৃত্যুর পর রেহানের বন্ধুরা তাদের জানিয়েছেন,তারা পুলিশ ও হেফাজতের গন্ডগোল দেখতে গিয়েছিলেন।সেখানে গিয়ে নিহত হন রেহান।এতদিন মামলা করার সাহস পাননি।যে কারণে আজ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে এসেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ কে এম মামুন আহসানের ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র।

ফুয়াদ

×