ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

আমার শপথ ভঙ্গ হবে না, জীবনে ব্যর্থতা নেই: সিইসি

প্রকাশিত: ১৭:৫৭, ২৪ নভেম্বর ২০২৪

আমার শপথ ভঙ্গ হবে না, জীবনে ব্যর্থতা নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, যে শপথ নিয়েছি এর সম্মানটা রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না, আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি হিসেবে দেখছি। আমার জীবনে ব্যর্থতা নেই।

রবিবার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দীন বলেন, ‘অতীতে একতরফা ও গায়ের জোরে নির্বাচন করে দেশের বারোটা বাজানো হয়েছে। আমরা একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না। জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবো।  নিত্যনতুন চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করবো।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইনশাল্লাহ, কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতাসহ এ জাতিকে একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।’

তিনি বলেন, ‘সংবিধান যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা এলোমেলো হয়ে যাবে। সংস্কার কমিশন কাজ করছে, এটা শেষ হোক। আর বেশিদিন তো নেই। সরকার বলছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট দেবে।’

আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা- প্রশ্নে সিইসি বলেন, ‘রিফর্ম কমিটির সুপারিশ আসুক, অনেক বির্তক চলছে, বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন।’

এম হাসান

×