ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

প্রকাশিত: ১৫:২০, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:২৩, ২৪ নভেম্বর ২০২৪

সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন।

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোট করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচনের আয়োজন করা হবে।’

আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথবাক‍্য পাঠ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

তরুণদের স্বপ্ন পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাসির উদ্দীন বলেন, তরুণরা দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সিইসি বলেন, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে আসা মানুষ। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। চ্যালেঞ্জ নিয়েছি। সফল হয়েছি। আমরা সুষ্ঠু ভোট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরেক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, প্রধান বিচারপতি বলেছেন সমন্বয় করে কাজ করতে।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।

আর কে

×