ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও

প্রকাশিত: ১৪:০৪, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:০৮, ২৪ নভেম্বর ২০২৪

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে ঘেরাও করেছে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। এই ঘেরাওয়ের ঘটনা ঘটে ডা. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ (১৮) এর মৃত্যুকে কেন্দ্র করে। আজ রোববার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন এবং মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে ভাংচুর চালান। এর আগে মুরগীটোলা মোড় এবং রায়সাহেব বাজারে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা।

জানা যায়, ডেঙ্গু শক সিনড্রমে আক্রান্ত হয়ে অভিজিৎ হালদার ১৬ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন এবং ১৮ নভেম্বর হাসপাতালে তার মৃত্যু ঘটে। অভিজিৎ এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর পর, ২০ ও ২১ নভেম্বর শিক্ষার্থীরা হাসপাতাল অবরোধ করে এবং তাদের অভিযোগ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করেন। শিক্ষার্থীরা দাবি করেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসা দিয়ে অভিজিতের মৃত্যু ঘটিয়েছে এবং তারা এর বিচার চান।

মৃত শিক্ষার্থী অভিজিৎ এর পিতার নাম নগেন হালদার মাতার নাম মনিমালা। যাত্রাবাড়ী এলাকার ডিএমআরসি কলেজের ছাত্র অভিজিৎ মাতুয়াইলে একটি ছাত্র হোস্টেলে বসবাস করতেন।

নাহিদা

×