ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আজ নতুন নির্বাচন কমিশনের শপথ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৭, ২৩ নভেম্বর ২০২৪

আজ নতুন নির্বাচন কমিশনের শপথ

নতুন নির্বাচন কমিশনের শপথ আজ

আজ রবিবার শপথ নেবে এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথের পর প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারগণ ইসিতে গিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। 
২১ নভেম্বর নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। ৫ সদস্যের নির্বাচন কমিশনে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ করা হয়। আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক অতিরিক্ত সচিব আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ৫ আগস্ট। এর পর আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জোরদার হয়। এ পরিস্থিতিতে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আড়াই মাস পর  ২১ নভেম্বর সাবেক সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 
আওয়ামী লীগ সরকারের আমলে করা বিধান অনুযায়ী সার্চ কমিটি গঠনের পর ওই কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা থেকে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই নির্বাচন কমিশন নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিবাচক মন্তব্য করলেও এখন পর্যন্ত কাউকে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি। 
নতুন নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা হবে এই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এই কমিশনকে থাকতে হবে অধিকতর তৎপর। 
নতুন নির্বাচন কশিনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বিসিএস (প্রশাসন) ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা ছিলেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সালের ১০ অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন।  ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সবার সহযোগিতা চান। তিনি বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে বেঈমানি হবে। এত রক্তের সঙ্গে বেঈমানি করা সম্ভব নয়। সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। 
উল্লেখ্য, ২৯ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে র্র্সাচ (অনুসন্ধান) কমিটি গঠন করে সরকার। ইসি গঠনে ছয় সদস্যবিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক করা হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। কমিটির অন্য সদস্যগণ ছিলেনÑ হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের পর এ কমিটিকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪  নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম প্রস্তাব করতে  ১৫ কর্মদিবস সময় দেওয়া হয়। তবে তারা নাম প্রস্তাব করতে সময় নেন ১৫ দিনের বেশি। সার্চ কমিটি বিভিন্ন  রাজনৈতিক দল ও সংগঠনের কাছে নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাব করতে বলেন। এমনকি ব্যক্তিগতভাবেও কেউ চাইলে নাম দিতে পারবে বলে ঘোষণা দেয়। এর পর নতুন ইসি গঠনের লক্ষ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ১৭টি রাজনৈতিক দল ও জোট নাম প্রস্তাব করে।

এছাড়া বিভিন্ন সংগঠন থেকে এবং ব্যক্তিগতভাবে অনেকেই নাম প্রস্তাব করেন। প্রস্তাবিত নামগুলো থেকে সার্চ কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা করেন। ২০ নভেম্বর বুধবার সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নাম সুপারিশ করেন। নাম পাওয়ার পর দ্রুতই রাষ্ট্রপতি পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শপথ গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারগণ নির্বাচন ভবনে এসে দায়িত্ব গ্রহণ করবেন।

×