ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আ. লীগ কি সত্যিই সবার হাতে হাতে মোবাইলফোন দিয়েছিলো?

প্রকাশিত: ২০:২১, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:২৯, ২৩ নভেম্বর ২০২৪

আ. লীগ কি সত্যিই  সবার হাতে হাতে মোবাইলফোন দিয়েছিলো?

কোলাজ

২০২২ সালের ৪ই ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডের এক  জনসভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, তার সরকার (আওয়ামী লীগ) সকলের হাতে মোবাইল পৌঁছে দিয়েছে। 

 

ঐ সময় শেখ হাসিনা বলেছিলেন, ‘আপনাদের হাতে মোবাইল ফোন আছে না? এগুলো আমরা দিয়েছি। বিএনপির আমলে দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বিএনপি নির্বাচনে অংশ নেয় না। নির্বাচনের আগে ও পরে ভোটে অংশ না নিয়ে তারা দুটিই জিনিস পারে। এক ভোট চুরি এবং দুই মানুষ খুন।’

 

শেখ হাসিনার সেই বক্তব্যে দেশের সাধারণ মানুষ তখন অনেকটাই হতাশা প্রকাশ করেন, যদিওবা প্রকাশ্যে এর সমালোচনা  এড়িয়ে যান অনেকে। কিন্তু প্রকৃত বাস্তবতায় কোনো সরকার বা দল কোনো দেশের আপামর জনসাধারণের হাতে মোবাইলফোন তুলে দিয়েছে এমনটা কখনও দেখা যায়নি। সেইসময় অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করতে দেখা যে, নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে ফোন কিনেছি আর এখন তার ক্রেডিট নিয়ে নিচ্ছে সরকার!

 

বস্তুত, বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে পৃথিবীর প্রতিটি দেশই এর সুফল নিতে পারছে যেখানে কোনো ব্যক্তি বিশেষের একার কৃতিত্ব অসংলগ্ন।

শিহাব

×