উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া।
চিকিৎসা ক্ষেত্রে যেখানে সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে সেবা দেওয়ার কথা সেখানে রাজনীতিকরণ এমন পর্য ায়ে পৌঁছেছিলো যে সাধারণ মানুষ কোন সেবা পায়নি। চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করার চেষ্টা করা হলে তা দেশের মানুষ রুখে দিবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'বিগত সরকারের আমলে চিকিৎসা ক্ষেত্রগুলোতে এত বেশি রাজনীতিকরন করা হয়েছে যে ৪ ই আগস্ট প্রতিটা চিকিৎসা কেন্দ্র থেকে শান্তি সমাবেশ বের হয়েছে। তাই বর্তমান বাংলাদেশে কেউ যদি চিকিৎসা কেন্দ্র গুলোকে আবারও রাজনীতিকরনের চেষ্টা করে তাহলে দেশের জনগণ তা শক্ত হাতে রুখে দিবে।
এছাড়াও, আন্দোলনে ঢাকা মেডিকেলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলো আমাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। রাজু ভাস্কর্যে গিয়ে যখন দেখি ঢাকা মেডিকেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসেছে তখন আমাদের মনে সাহস হয়েছে। মনে হয়েছে আমরা একা নই। আশেপাশে সবাই আছে আমাদের সাথে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করতে তিনি বলেন, আপনাদের যার কাছে যা স্মৃতি আছে আপনারা তা প্রকাশ করুন। বই আকারে লেখুন, প্রকাশনী আকারে বের করুন। যেন হাজার বছরেও জুলাই গণঅভ্যুত্থান মানুষের স্মৃতি থেকে না যায়।'
রিয়াদ