তারেক রহমান ও সাইয়েদ আব্দুল্লাহ।
তারেক রহমানের সামনে স্টেটসম্যান হওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন ইনভেস্টিগেটিভ সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। ২৩ নভেম্বর এক টকশোতে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
টকশোতে বিএনপির ৩১ দফা নিয়ে সাইয়েদ আব্দুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি একথা বলেন।
সাইয়েদ আব্দুল্লাহ বলেন, ২০২২ সালে যখন বিএনপিকে দাঁড়াতে ও দেয়া হতো না ওইসময় এই ৩১ দফা দেয়াটা খুবই ইতিবাচক ছিলো। ৩১ দফার ১০০ ভাগ না হলেও যদি অন্তত ৬০ ভাগ ও কার্যকর হয় তাহলেও বাংলাদেশ বর্তমান পরিস্থিতি থেকে অনেক গুণ ভালো অবস্থানে যাবে।
এসময় তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের সামনে স্টেটসম্যান হওয়ার সুযোগ রয়েছে। সরকার প্রধান আর স্টেটসম্যান হওয়ার মধ্যে যোজন যোজন পার্থক্য রয়েছে।
শেখ মুজিবকে বাংলাদেশের প্রথম স্বৈরাচার উল্লেখ করে তিনি বলেন, শেখ মুজিব সুযোগ পেয়েছিলো স্টেটসম্যান হওয়ার। কিন্তু তিনি সেটাকে কাজে না লাগিয়ে বাজেভাবে শোষন করে হয়ে গেছেন স্বৈরাচার।
এছাড়াও তিনি বলেন, কোন ব্যক্তিই দুইবারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে। এতে গণতন্ত্র ব্যহত হয়।
ঢাকায় বসে রাজনৈতিক নেতারা যেই সিদ্ধান্ত নিচ্ছে তা রুট লেভেলে কার্যকর হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন সাইয়েদ আব্দুল্লাহ।
ইসরাত