ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ব্যাংক মাফিয়া এস আলমের ভার্জিন দ্বীপে ১৮ টি গোপন কোম্পানি: দেশজুড়ে চাঞ্চল্য

প্রকাশিত: ১৭:১২, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৪, ২৩ নভেম্বর ২০২৪

ব্যাংক মাফিয়া এস আলমের ভার্জিন দ্বীপে ১৮ টি গোপন কোম্পানি: দেশজুড়ে চাঞ্চল্য

পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের অনুসন্ধানে এবার ব্যাংক-মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এর নতুন তথ্য উঠে এসেছে।অনুসন্ধান বলছে, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত দেড় ডজনেরও বেশি গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া এস আলম।ব্যাংক লুটের অর্থ পাচার করে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি। 

 

ক্যারিবীয় অঞ্চলের ব্রিটিশ ভার্জিনয়া দ্বীপপুঞ্জে কর্পোরেট কর, সম্পত্তি কর ও বিক্রয় কর না থাকায় বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকার পান। এ কারণে শেল কোম্পানি বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে।

বাংলাদেশের কুখ্যাত ব্যাংক-ডাকাত সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এই সুযোগটিই নিয়েছেন। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত ১৮টি কোম্পানির খোঁজ পেয়েছে  আন্তঃসংস্থা টাস্কফোর্স।

অর্থনৈতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার কাজী আখতার হোসাইন বলেন, “ব্যাংকিং সেক্টর থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে এস আলমই পাচার করেছেন ১০ বিলিয়ন।”

প্রাপ্ত তথ্য বলছে, ২০১১ সালের শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপতে ক্যানালি লজিস্টিকস নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন। এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম।

 

ফুয়াদ

×