আন্দালিব রহমান পার্থ
একটি সাক্ষাৎকারে পার্থ বলেন, তিন মাসের জন্য জাতি প্রিপেয়ার্ড ছিল না যে এ ধরনের একটা ঘটনা ঘটবে। পার্থ মনে করেন, বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার এসেছেন, আগে থেকে কোনভাবেই জানতো না তারা আসবেন। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি তারা বস্তুনিষ্ঠ সমালোচনা করছি, কিন্তু সার্বিকভাবে আমরা চাই এই সরকার যাতে কোনভাবেই ফেইল না করে, সরকার ফেল করলে বাংলাদেশের জন্য বিশাল অসুবিধা হয়ে যাবে, এত বড় একটা স্বৈরাচার পতনের পর, বিপ্লবী একটা সরকার ক্ষমতা হাতে নিয়েছে।
যদি কিছু ব্যাপার বলতে হয় তাহলে আমরা বলতেই পারি গত তিন মাসে কোন ব্যাংক ডাকাতির খবর পাওয়া যায়নি, সেরকম চাঁদাবাজি, সেরকম লুট, টাকা পাচার, টেন্ডার বাজি,বা যারা উপদেষ্টা আছেন তারা বা তাদের আত্মীয়দের কোন দুর্নীতির খবর পাওয়া যায়নি, এছাড়া আমি মনে করি এ সরকার যেমন ভাবে এসেছিল এখন পর্যন্ত, প্রথমে সন্দেহের যে বেপার গুল ছিল, যেমন আমাদের সাথে বা রাজনীতিবিদদের সাথে সরকারের যে দূরত্বে জায়গা ছিল, স্পেশিয়ালি ছাত্র জনতার বক্তব্যের কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল, এই দূরত্ব আস্তে আস্তে অনেকখানি কমে গিয়েছে, এবং আমাদের সাথে তাদের সকলের কথা হয় ফরমালি এবং ইনফর্মালি, এবং তারাও রিয়েলাইজ করেছেন এটা সবার সম্মিলিত একটা প্রচেষ্টা, এবং ফাইনাল রেজাল্ট, যেটা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে, এবং আমাদের সকলেরই উচিত সবার জায়গা থেকে এই সরকারের পাশে থাকা।
যাতে জনগণের ক্ষমতা জনগণের হাতে চলে আসে এবং জনগণ যাতে ভোট দেয়ার সুযোগ পায়, এবং আমরা চাই এই সরকার যে ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছে প্রস্তাব চেয়েছেন, বিভিন্ন সংস্কারের যে প্রস্তাব, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবগুলো দিচ্ছি, এখন ওনারা এটা আমলে নিবেন এবং আমাদের সাথে আবার বসবেন, একই সাথে তিনি বিগত সরকারের প্রসঙ্গ টেনে বলেন বাংলাদেশ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি, পার্থর মতে নেশন বিল্ডিং প্রোগ্রামটা আমরা করতে পারিনি, রাজনীতিবিদদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এর জায়গাটা একেবারেই কমে গিয়েছিল, সবাইকে নিয়ে যে নেশন বিল্ডিং এর জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি করা সম্ভব হয়নি।
পার্থ বলেন, আমি কেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বুঝবে বাংলাদেশের যে জায়গাটায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি, পার্থ আরো বলেন সিস্টেমটা ডেভেলপ করতে হবে, বাংলাদেশে কোনদিন সিস্টেম ডেভেলপমেন্টের উপর কাজ করা হয়নি, দৃশ্যমান কিছু উন্নতি ছাড়া কোয়ালিটি আর সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি, কেউই বলতে পারবেনা, পার্থ আরো বলেন যদি দুদকের একটা কমিশনার ঠিক থাকে, তাহলে কিন্তু ৯০% মন্ত্রী ঠিক হয়ে যাবে, তার মতে দুর্নীতি করে গত ৫০ বছর, পার পেয়ে যাওয়ার প্রবণতা, এই ব্যাপারটাই দেশটাকে ধ্বংস করে দিয়েছে।
আর কে