ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আ.লীগের হয়ে মার্কিন দপ্তরে উস্কানিমূলক প্রশ্ন করছে ভারতীয় সাংবাদিকরা

প্রকাশিত: ১৪:১৮, ২৩ নভেম্বর ২০২৪

আ.লীগের হয়ে মার্কিন দপ্তরে উস্কানিমূলক প্রশ্ন করছে ভারতীয় সাংবাদিকরা

আওয়ামী লীগের হয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে  উস্কানিমূলক প্রশ্ন করছেন কিছু সাংবাদিক। এর মধ্যে ভারতীয় সাংবাদিকও রয়েছেন যারা মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্য প্রশ্ন করছেন। এসব প্রশ্নের বেশিরভাগের জবাবই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, আমি এমন খবর দেখি নি অতবা বলছেন এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। প্রতিটি ব্রিফিংয়ে ভারতীয়রা এমন প্রশ্ন করছেন।

সর্বশেষ স্থানীয় সময় বুধবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এমনটা করতে দেখা গেছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি বিষয়ক দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? এছাড়া অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে অথবা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এ ধরণের বক্তব্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এ ধরণের কোনো মন্তব্য কখনো দেখিনি,তাই এটি নিয়ে কোনো মন্তব্য আমি করবো না।

নাহিদা

×