সংগৃহীত ছবি।
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনা চলছে তুমুলভাবে। এক পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে, আবার অন্য পক্ষ মনে করছেন নির্বাচন আয়োজনের আগে সংস্কার জরুরি। তবে, এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে চলতে থাকা জরিপগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এরই অংশ হিসেবে, ভয়েস অব আমেরিকা সম্প্রতি একটি জরিপ পরিচালনা করেছে।
ভয়েস অব আমেরিকার জরিপে উঠে এসেছে যে, ৬১.১ শতাংশ বাংলাদেশি মনে করেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। আরেকটি প্রশ্নে, ৬৫.৯ শতাংশ জনগণ মনে করেন যে, নির্বাচন আয়োজনের আগে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করতে হবে।
এছাড়াও, ১৮.৭ শতাংশ মানুষ চান, নির্বাচন অনুষ্ঠিত হোক দুই থেকে তিন বছরের মধ্যে, আর ৮.৬ শতাংশ ১৮ মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন। সবচেয়ে কম ৫.৮ শতাংশ জনগণ মনে করেন, চার বছর বা তার বেশি সময় পর নির্বাচন হওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন চলছে, সে বিষয়ে দেশের নাগরিকদের মতামত জানতে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশব্যাপী জরিপ করা হয়। এই জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী এবং গবেষণা প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়।
এ জরিপে দেশের আটটি বিভাগের ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে ফোনের মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউয়ের (CATI) মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অংশ নেওয়া জনগণের মধ্যে ৬০.৪ শতাংশ শহরে এবং ৬১.৪ শতাংশ গ্রামে বসবাসরত ব্যক্তি মনে করেন যে, আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত।
পুরুষদের মধ্যে ৫৭.৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৬৫ শতাংশ মনে করেন, নির্বাচন এক বছরের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত।
যারা মনে করেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে গেলে, তাদের মধ্যে একটি বড় অংশ বিচার বিভাগ, সংবিধান, অর্থনীতি, পুলিশ বাহিনী এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের পক্ষে মত দিয়েছেন।
বিশেষভাবে, নির্বাচন কমিশন সংস্কারের পক্ষে ৯৬.৫ শতাংশ, পুলিশ সংস্কারের পক্ষে ৯২.৩ শতাংশ, বিচার বিভাগের সংস্কারের পক্ষে ৯৫.৩ শতাংশ, অর্থনৈতিক খাতে সংস্কারের পক্ষে ৯৬.৪ শতাংশ এবং সংবিধান সংস্কারের পক্ষে ৯২.৫ শতাংশ জনগণ মত দিয়েছেন।
নুসরাত