বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের সময়ে দেশের বাইরের কোথাও থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল নাকি দেশেই এমন হত্যাযজ্ঞ ঘটানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
শনিবার(২৩ নভেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে সারজিস আলম এই প্রশ্ন তোলেন।
তিনি গুলিবিদ্ধ একজনের ছবি দেখিয়ে বলেন, মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাংক শুট করে এভাবে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব। সেখানে দূর থেকে কোন প্রশিক্ষিত স্নাইপার দিয়ে এ কাজ করানো হয়েছে। তাহলে তাদের কি দেশের বাইরের কোথাও থেকে আনা হয়েছিল, নাকি ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য নাকি দেশেই এমন হত্যাযজ্ঞ ঘটানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো। আমাদের বীর শহিদদের সন্তানদের পক্ষ থেকে এই প্রশ্ন রাখলাম।
তিনি বলেন, খুনী হাসিনা ও তাদের দোসরদের এই জবাব দিতে হবে যে, এই ইসরাত, সামিউলরা কাদের বাবা বলে ডাকবে। কারা বাবার মত তাদের আগলে রাখবে।
সারজিস আরো বলেন, আমরা বিগত ১৬ বছরের অত্যাচার-নির্যাতন সব ভুলে গেসি। একজন ক্ষমতাপিপাসু, নরপিশাচ, খুনী কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য হাজার মানুষদের হত্যা করেছে। আমরা এই দুই হাজার লাশের উপর দাঁড়িয়ে এখন এইসব নিয়ে গল্প করি।
নাহিদা