ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাবে, এমন নির্বাচন চাই: রুমিন ফারহানা

প্রকাশিত: ১৫:১০, ২২ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:১১, ২২ নভেম্বর ২০২৪

ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাবে, এমন নির্বাচন চাই: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা

নির্বাচনের মাঠে সকলের সমান সুযোগ থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন  রাজনীতিবিদ, আইনজীবী ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও ৪ নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, যেখানে মানুষ মন খুলে তাদের পছন্দের প্রার্থীর প্রচারণা চালাতে পারবে, কোনোরকম কোনো ভয়-ভীতি থাকবে না। মোটকথা ভোটের মাঠে সকলে সমান সুযোগ পাবে এমন একটি নির্বাচন আমরা চাই।

এর আগে, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। এছাড়াও আরও চার নির্বাচন কমিশনারও নিয়োগ দিয়েছেন তিনি। 

অন্য চার নির্বাচন কমিশনার হলেন, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা। 

নাহিদা

×