ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮২ বাংলাদেশি

প্রকাশিত: ১১:১৪, ২২ নভেম্বর ২০২৪

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮২ বাংলাদেশি

সংগৃহীত ছবি।

লেবাননে চলমান সংঘর্ষের ফলে ৮২ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তারা গত ২১ নভেম্বর রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৮২ জনের মধ্যে ৭৬ জন বৈরুতের বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করেছেন, এবং বাকি ৬ জন রেজিস্ট্রেশন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে মোট ৬৯৭ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরে এসেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা, যাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান বলেন, "লেবাননে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে আমরা সবসময় এই বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তাদের পরিস্থিতি খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।"

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধের কারণে যেসব বাংলাদেশি দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকেই সরকার নিজ খরচে ফিরিয়ে আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত, নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য এবং যেসব প্রবাসী ফিরে আসতে চান না, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নুসরাত

×