ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

পদত্যাগ করার পরেও রয়ে গেছেন সিইসি হাবিবুল আউয়াল!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:৪৭, ২২ নভেম্বর ২০২৪

পদত্যাগ করার পরেও রয়ে গেছেন সিইসি হাবিবুল আউয়াল!

সিইসি কাজী হাবিবুল আউয়াল

নিয়োগ পাওয়ার পরও এখনো জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন তার নাম ও ছবি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টায় জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে গিয়ে যায়, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের নাম ও ছবি রয়ে গেছে। শুধু সাবেক সিইসি নয় তার অধীনে থাকা অন্য ৪ ইসি সদস্যের নামও রয়েছে সেই তালিকায়। এর

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে চার নির্বাচন কমিশন (ইসি) সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে। সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়া চারজন হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।  

এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সেই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন— অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

শহিদ

×