ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

আত্মসমর্পণ করে জামিন পেলেন শফিক রেহমান

কোর্ট রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৩, ২২ নভেম্বর ২০২৪

আত্মসমর্পণ করে জামিন পেলেন শফিক রেহমান

শফিক রেহমান

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মামলাটিতে দ-িত সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন।
বৃহস্পতিবার  সকালে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চান শফিক রেহমান। তার পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ। শুনানি শেষে আদালত শফিক রেহমানের জামিন আবেদন মঞ্জুর করেন।
একইসঙ্গে এদিন শফিক রেহমানের খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
শফিক রেহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেছেন, আদালত আপিলের শর্তে তার জামিন মঞ্জুর করেছেন। আমরা সাজা মওকুফের আবেদন করেছিলাম। আদালত পরে তারিখ দেবেন বলে জানিয়েছেন।
 গত ৩০ সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। পাশাপাশি তার সাজা পরোয়ানা স্থগিত করা হয়।
২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার তৎকালীন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলায় রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদ- দেওয়া হয়। দ-প্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনে জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছেন। 
অভিযোগ মতে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে মামলার সময় পর্যন্ত ষড়যন্ত্রটি করা হয়। 

×