ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

দুটো ছবির মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন- মুশফিকুল ফজল আনসারী

প্রকাশিত: ২২:৫২, ২১ নভেম্বর ২০২৪

দুটো ছবির মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন- মুশফিকুল ফজল আনসারী

সংগৃহীত ছবি।

বাংলাদেশের একজন প্রখ্যাত কূটনীতিক ও বাংলাদেশি বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সেনাকুঞ্জের অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্র আন্দোলনের সমন্বয়কসহো নেতাদের ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার দিয়ে বলেছেন, 'কেবল দিনের সেরা ছবিই নয়; এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন, দ্রোহের ডাক, ত্যাগ-তিতিক্ষার গল্প, আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি।'

আজ, (২১ নভেম্বর) বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় একযুগ পর অংশগ্রহণ করেন।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রমুখ।

রিয়াদ

×