ছবি: সংগৃহীত
'তুই মোর ছাওয়াক চাকরি না দিবু মারলু ক্যানে’
'পানি লাগবে পানি'
এগুলো কোন সিনেমার ডায়লগ না। কোটা আন্দোলনে এই কথাগুলোই শিক্ষার্থীদের করে তুলেছিলো ফিনিক্স পাখি। নির্মমভাবে দগ্ধ হওয়া ছাই থেকে জন্ম নেয়া ফিনিক্স!
১৯ জুলাই এর পর থেকে এক বাবা প্রতিদিন একই রাস্তায় এসে হাঁটাহাটি করেন। একদৃষ্টিতে সামনে তাকিয়ে থাকেন অথচ দৃষ্টিতে শুধুই শূন্যতা! মনে হয় কি যেন খুঁজছেন অথচ দেখছেন না কিছুই! যেসব রাস্তায় হেঁটে বেড়াতো ছেলে সেসব রাস্তায় ঘুরে যেন ছেলেকেই খুঁজে বেড়ান।
মোহাম্মদ তামিম। বয়স ১৬ কি ১৭ হবে। যেই বয়সে ছুটে বেড়ানোর কথা শহরের অলি গলি সেই বয়সে বসে থাকতে হচ্ছে বাসায়। কারন সম্প্রতিই সে তার একটি পা হারিয়েছে। "মনে হতো পা আছে কিন্তু যখন হাত দিতাম দেখতাম পা নেই। পা কাটার কষ্টের চেয়ে তখন এই অনুভূতিটা বেশি কষ্ট দিতো" কথাগুলো বলছিলো তামিম।
"একটি প্রতিবন্ধী, সাত বছরের বাচ্চা যদি মাঠে নামতে পারে তাহলে আমি কেন না? একদিন তো মরতেই হবে তাই গুলি খেয়ে বীরের মতো মৃত্যই শ্রেষ্ঠ। যদি মরে যাই তাহলে দুঃখ না পেয়ে গর্বিত হইয়ো" এই চিঠি লিখে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসা হয় নি শহীদ আনাসের। এই চিঠিটি আজ ও আঁকড়ে ধরে আছে রত্নগর্ভা মা!
"প্রিয়র বাবা আসলে চকলেট নিয়ে আসবে। প্রিয় বাবা বাইরে গেছে আর পুলিশ চাচ্চু গুলি করে মেরে ফেলসে" এই কথাগুলো বাচ্চা মেয়ে প্রিয়র যে এখনো বুঝতেই শিখেনি মৃত্যু কি।
এমন কতশত মুগ্ধ, সাঈদ, ফারহানের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশের জন্ম৷ আন্দোলনে যাওয়া টগবগে যুবক থেকে ছাদে হেলিকপ্টার দেখতে গিয়ে সেই হেলিকপ্টারের গুলিতে প্রান হারানো ৬ বছরের ছোট বাচ্চা তাদের সবার অবদানে এই নতুন বাংলাদেশের জন্ম।
এই রক্তক্ষয়ী জুলাইকে স্মরনীয় করে রাখতেই এবার নির্মিত হলো ডকুমেন্টারি 'জুলাই অনির্বান।' জুলাইয়ের স্মৃতি গুলোকে তরতাজা করে জাগিয়ে রাখতেই এই ডকুমেন্টারি নির্মান।
ইসরাত