সম্বর্ধনা দেওয়া হয়।
চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর সদস্য মনোনীত হওয়ায় মাদরাসার শিক্ষকদের একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মহাখালীর গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স এ আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমেদ মোমতাজীর পরিচালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম মহাসচিব ও দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর সিনিয়র সহ সভাপতি মাওলানা কবি রূহুল আমিন খানসহ দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং মাদ্রাসা অঙ্গনের পি এইচ ডি ও এমফিল ডিগ্রিধারী সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
এ সময় মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘আলিয়া মাদ্রাসার স্বাতন্ত্রতা বজায় রেখে দ্বীনি শিক্ষার বিস্তার ও গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিতে আদর্শ নাগরিক গড়ার কারিগর শিক্ষাবিদদেরকে এগিয়ে আসাতে হবে।’
এম হাসান