ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

খালেদা জিয়াই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে

প্রকাশিত: ২১:৩৮, ২১ নভেম্বর ২০২৪

খালেদা জিয়াই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে

সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন রাজনৈতিক নেতারা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানীবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এত বছর পর অনুষ্ঠানে যোগ দিয়ে বেগম জিয়া ছিলেন সব আলোচার কেন্দ্রবিন্দু।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন তিনি। তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। এ সময় বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায়।

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর এই প্রথম এক ফ্রেমে ড. ইউনূস ও বেগম খালেদা জিয়া। তাদের একসঙ্গে হাসোজ্জল ফ্রেমই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত বলে দেয়।

অনুষ্ঠানে বেগম জিয়ার সাথে উপস্থিত হন তার ব্যক্তিগত চিকিৎসক ছোট ছেলের স্ত্রী শর্মিলি রহমান সিথি সহ অনেকে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, এক যুগ পর বেগম জিয়াকে আনতে পেরে গর্ববোধ করছেন তিনি।

পরবর্তীতে, দেশের সকল রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করে গল্পে মেতে ওঠেন। বেগম জিয়াকে ও হাসিমুখে সবার সাথে কথা বলতে দেখা যায় এ সময়। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ইসরাত

×