সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না
`আগে ছিলো গণগ্রেফতার এখন হয় গণমামলা। স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম গণহারে মামলা হচ্ছে।' বলে মন্তব্য করলেন,সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, `ড.ইউনূস হয়তো অনুধাবন করেছেন সংশোধন করা বোকামি। গতকাল সামাজিক মাধ্যমে দেখলাম উনি বলেছেন রাজনৈতিক দল সংস্কার না চাইলে নির্বাচন দিয়ে দিবেন।এই সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হলো নির্বিঘ্নে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া। এই সরকারের কোন দায়িত্ব নাই, লাইবিলিটিজ আছে অনেক।’
তবে মামলার লড়ার জন্য পান্না সুযোগ চেয়েছেন।যদি সেই সুযোগ তাকে দেওয়া হয় তাহলে তিনি শেখ হাসিনার পক্ষেই মামলা লড়বেন বলে জানিয়েছেন জেড আই খান পান্না।
ইসরাত