ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ইউনূস সরকার ১০ বছর থাকতে চাইলেও তা দেওয়া উচিত- সাংবাদিক শফিক রেহমান

প্রকাশিত: ১৩:৫৫, ২১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৫৮, ২১ নভেম্বর ২০২৪

ইউনূস সরকার ১০ বছর থাকতে চাইলেও তা দেওয়া উচিত- সাংবাদিক শফিক রেহমান

সাংবাদিক শফিক রেহমান। ছবি: সংগৃহীত

এবার সদ্য জামিনপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ। তিনি ড. ইউনূসকে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য সময় দেওয়ার আহ্বান জানায় সবার প্রতি। এক্ষেত্রে ড.ইউনূসের মেয়াদ ১০ বছর হলেও তা দেওয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় জামিন পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন চাচ্ছিলো অনেকে, কিন্তু তাদের বলতে হবে টাকা আসবে কই থেকে। ড. ইউনূস একজন খ্যাতিমান মানুষ,তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছে টাকা।সুতরাং আপনারা ড. ইউনূসকে যেতে দিবেন না,তাকে কাজ করার সুযোগ দিন। ১৫-১৬ বছরের জন্জাল ১৫ মাসে যাবে না। তিনি যদি অনধিক ৪ বছরের নির্বাচনের কথা বলছেন, আমিতো বলবো তিনি যদি অনধিক ১০ বছরও বলেন না কেন,বা ১৭ বছরের কথাই বলেন না কেন তাকে তা দেওয়া উচিত।

সাংবাদিক শফিক বলেন, ১৭ বছর ধরে যদি আওয়ামী লীগ অনাচারের রাজনীতি করতে পারে, আরেক জন যদি ভালো উদ্দেশ্যে রাজনীতি করতে চায় তাকেই থাকতে দিন। সেটা আমি বলতে পারি কিন্তু সেটা আমি বলছি না। আমি চাই গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ড. ইউনূসকে সময় দিতে হবে

এছাড়াও তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, ইউনূস ও আসিফ নজরুলের সাফল্য-অসাফল্য বিবেচনা করে একটা দিক থেকে, আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, আদালত নিরপেক্ষ ভূমিকা রাখছে, জিনিসপত্রের দাম স্থিতিশীল  রয়েছে। এটাই বড় সাফল্য, এই সাফল্য চোখে দেখা যাচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান জামিন পেয়েছে। তিনি আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

নাহিদা

×