ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আবাসিক হলগুলোর সমস্যা সমাধানে তৎপর হাবিপ্রবি প্রশাসন

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৫, ২১ নভেম্বর ২০২৪

আবাসিক হলগুলোর সমস্যা সমাধানে তৎপর হাবিপ্রবি প্রশাসন

হাবিপ্রবি উপাচার্যের আবাসিক হল পরিদর্শন 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আবাসিক হল গুলোর সমস্যা সমাধানে প্রতিনিয়ত হল পরিদর্শন করছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। 

পরিদর্শনের সময় উক্ত হলের হল সুপার প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, সহকারী প্রক্টর, সহকারী হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

ভাইস-চ্যান্সেলর মহোদয় হলের ডাইনিং, ক্যান্টিন, কিচেনের পরিবেশ, লাইব্রেরী, নামাজ রুম, গেস্টসহ হলের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং দীর্ঘ সময় নিয়ে উপস্থিত ছাত্রীদের সাথে কথা বলেন। ছাত্রীরা তাদের হল সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় ডাইনিং এ খাওয়ার উপর গুরুত্ব প্রদান করে বলেন, আমরা ডাইনিং এর খাবারের মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে তোমাদের কে এগিয়ে আসতে হবে। সবাই কে ডাইনিং এ খেতে হবে, প্রয়োজনে কিছুটা ভর্তুকির ব্যবস্থা করা হবে। 

হিটার পুরোপুরি বন্ধ রাখতে হবে, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তোমরা আমাদের সন্তানের মতো, তাই তোমাদের পড়াশুনার সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

এছাড়াও, বিদেশি শিক্ষার্থীদের ব্লকে যেয়ে তাদের সঙ্গেও কথা বলেন তিনি। উপস্থিত ছাত্রীরা ভাইস-চ্যান্সেলর মহোদয়ের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

এসআর

×