ড. আ ফ ম খালিদ হোসেন
ছারছিনা দরবার শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ রহ. এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দু’আর মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ,অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই একদিন এদেশে নেতৃত্ব দেবে।
মি. খালিদ আরো বলেন, বাংলাদেশে আর কোনদিন নাস্তিত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। তাদের আর ঠাঁই হবেনা এদেশে।
জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবো আমরা। বিশেষ করে অবাধ ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। মূলত আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। যারা আগামিতে ক্ষমতায় আসবেন তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের দায়িত্ব সাময়িকভাবে পালন করছি।
ছারছিনা দরবার শরীফের পীর আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মা.জি.আ) এর সভাপতিত্বে ও দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছারছিনা কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমীন আফসারি।
ফুয়াদ