আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ও তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে শিখা অনির্বাণে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল ড. ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করেন। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। এসময়, শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই সময়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এর পূর্বে, সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এছাড়াও আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। এছাড়াও প্রায় ১৪ বছর পর আজ সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নাহিদা