রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব মো: ফাহিমুল ইসলাম।
রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মো: ফাহিমুল ইসলাম। বুধবার (২০ নভেম্বর) এক প্রজ্ঞপনে তাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা মো: ফাহিমুল ইসলাম এর আগে সেতু বিভাগের সচিব ছিলেন।
১৯৯৪ সালের ২৫ এপ্রিল কমিশনার অফিস, ঢাকায় যোগদানের মাধ্যমে তিনি সরকারি চাকুরিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে মানিকগঞ্জে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে পদায়িত হন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে, বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের পদে ও বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন।
গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন তিনি। সেতু বিভাগে যোগদান করবার পূর্বে তিনি সরকারের অনুমোদনক্রমে (লিয়েন) দু’বছর একটি আন্তর্জাতিক সংস্থায় কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।
ফাহিমুল ইসলাম-এর নিজ জেলা পাবনা এবং তিনি পাবনা জেলা স্কুল ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
এমএম