সংগৃহীত ছবি।
রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছে। কিছু সময় পরপর সংঘর্ষের ঘটনা ঘটছে, যার ফলে উভয় পক্ষই একে অপরকে ধাওয়া করছে এবং ইট-পাটকেল ছুড়ছে, যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান গেটের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। এই সহিংসতায় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকা অচল হয়ে পড়েছে।
জানা গেছে, ছাত্র আন্দোলন ও বিক্ষোভের কারণে সিটি কলেজ কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে।
এরই মধ্যে দুপুরে ঢাকা কলেজের একটি বাস সায়েন্সল্যাব মোড়ে ভাঙচুরের শিকার হয়। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আক্রমণাত্মকভাবে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে, বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে চরম কষ্ট পোহাতে হচ্ছে।
নুসরাত